BRAKING NEWS

মথুরায় সঙ্ঘের কার্যকারী মণ্ডলের বৈঠক শুরু, শুভারম্ভ করলেন সরসঙ্ঘচালক  

মথুরা, ২৫ অক্টোবর (হি.স.): উত্তর প্রদেশের মথুরায় শুরু হল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর দু’দিনব্যাপী অখিল ভারতীয় কার্যকারী মণ্ডলের বৈঠক। শুক্রবার সকালে মথুরার পরখমের গৌগ্রামে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় গৌ বিজ্ঞান ও গবেষণা কেন্দ্রে এই বৈঠকের শুভারম্ভ হয়। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সরসঙ্ঘচালক ডক্টর মোহন ভাগবত এবং সরকার্যবাহ দত্তাত্রেয় হোসবালে ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে বৈঠকের শুভারম্ভ করেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সর্বভারতীয় প্রচার প্রমুখ নরেন্দ্র ঠাকুর বলেছেন, দু’দিনের কার্যনির্বাহী মণ্ডলের বৈঠক শনিবার সন্ধ্যা ৬.১৫ মিনিট পর্যন্ত চলবে।

বৈঠকে সংঘের কাজ সম্প্রসারণ ও শতবর্ষের অনুষ্ঠানের বিষয়ে পরিকল্পনা করা হবে। শতবর্ষ  উপলক্ষে সঙ্ঘ পঞ্চ পরিবর্তনের পাঁচটি বিষয় নিয়েছে, যার মধ্যে রয়েছে সামাজিক সম্প্রীতি, পারিবারিক জ্ঞান, পরিবেশ, ‘স্ব’ ভিত্তিক জীবনধারা এবং সমাজের প্রতি নাগরিক দায়িত্ব নেওয়া, সেগুলি নিয়ে আলোচনা হবে।তিনি বলেছেন, সঙ্ঘের সমস্ত ৪৬টি প্রদেশের প্রাদেশিক এবং সহ-প্রাদেশিক সঙ্ঘ চালক, কার্যবাহী এবং প্রচারকরা সর্বভারতীয় কার্যনির্বাহী মণ্ডলের সভায় উপস্থিত রয়েছেন। বৈঠকে সঙ্ঘের সহ-সরকার্যবাহ ডাঃ কৃষ্ণ গোপাল, ডাঃ সি.এ. মুকুন্দা, অরুণ কুমার, রামদত্ত চক্রধর, অলোক কুমার এবং অতুল লিময়ে ছাড়াও সর্বভারতীয় কার্যনির্বাহী সদস্যরা উপস্থিত রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *