BRAKING NEWS

কালীপুজোকে ঘিরে পাঠা কেনাবেচার ব্যস্ততা, ভিড় জমেছে মালদার পান্ডুয়ার পাঠা বাজারে

মালদা, ২৫ অক্টোবর(হি.স.): কালীপুজোকে সামনে রেখে জমজমাট মালদা জেলার পান্ডুয়ার ঐতিহ্যবাহী পাঠা বাজার। পূজার মরশুমে পাঠা কেনাবেচার জন্য শুক্রবার সকাল থেকেই ভিড় জমিয়েছেন ক্রেতা-বিক্রেতা থেকে শুরু করে হাট কমিটির সদস্যরা। হাটের পরিবেশ একেবারে চাঙ্গা হয়ে উঠেছে। আগামি ৩১ অক্টোবর কালীপুজোর আগে এই বাজারে চলছে পাঠা কেনাবেচার হিড়িক।

কালীপুজো উপলক্ষে বিভিন্ন মণ্ডপে মানতের জন্য পাঁঠা বলির প্রচলন রয়েছে। তাই কালীপুজোর সময় এই বাজারে স্থানীয় লোকজনের পাশাপাশি আশেপাশের বিভিন্ন জেলা থেকে বহু মানুষ পাঠা কিনতে আসেন। এই হাটে এক একটি পাঠার দাম ১০ হাজার থেকে শুরু করে ২০ হাজার, এমনকি ৫০ হাজার ও ৬০-৭০ হাজার টাকা পর্যন্ত রয়েছে। এতে বোঝা যায়, পূজার আগে পাঠার বাজারে কী ধরনের চাহিদা তৈরি হয়েছে।

হাট কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, চলমান বর্ষার কারণে কিছুটা সমস্যা তৈরি হলেও শুক্রবার বাজার বেশ জমজমাট ছিল। হাট কমিটি আশাবাদী, কালীপুজোর আগে আরও একটি হাট বসবে, এবং সেখানে আরও ভালো কেনাবেচা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *