BRAKING NEWS

সন্ত্রাস প্রসঙ্গে ফের পাকিস্তানকে নিশানা ফারুকের, বন্ধুত্বের পথ খোঁজার আহ্বান 

শ্রীনগর, ২৫ অক্টোবর (হি.স.): জম্মু ও কাশ্মীরের নতুন সরকার গঠনের পর, এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে পর দু’বার হামলা চালালো সন্ত্রাসবাদীরা। গত রবিবার মধ্য কাশ্মীরের গান্ডেরবালে ৬ জন পরিযায়ী ও এক চিকিৎসককে নৃশংসভাবে হত্যা করে জঙ্গিরা। আর বৃহস্পতিবার রাতে বারামুল্লায় জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে দুই সেনা জওয়ান-সহ ৪ জনের। এই জঙ্গি হামলার তীব্র নিন্দা করে আবারও পাকিস্তানকে নিশানা করেছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স-এর প্রধান ফারুক আব্দুল্লাহ।

শুক্রবার ফারুক আব্দুল্লাহ বলেছেন, “এমনটা রাজ্যে চলতেই থাকবে এবং যতক্ষণ না আমরা সঠিক সমাধান খুঁজে পাই ততক্ষণ চলতেই থাকবে। আমরা সবাই জানি এসব কোথা থেকে আসে। আমি ৩০ বছর ধরে তা দেখছি – নিরপরাধদের হত্যা করা হচ্ছে। আমরা পাকিস্তানের অংশ হতে যাচ্ছি না, তাহলে তারা কেন এমন করছে- আমাদের ভবিষ্যত বিঘ্নিত করার জন্য? নিজেদের দেশের দিকে তাদের দেখা উচিত এবং সেখানকার সমস্যাগুলোর দিকে মনোনিবেশ করা উচিত। আমি তাদের কাছে এই সব বন্ধ করে বন্ধুত্বের পথ খুঁজে বের করার আবেদন করছি এবং তারা যদি এটি না করে তবে সমস্যা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *