BRAKING NEWS

ভারতের দক্ষ ম্যানপাওয়ারের ওপর জার্মানি যে ভরসা দেখিয়েছে তা অসাধারণ : প্রধানমন্ত্রী 

নয়াদিল্লি, ২৫ অক্টোবর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ শুক্রবার দিল্লিতে জার্মান বিজনেস ২০২৪-এর ১৮-তম এশিয়া-প্যাসিফিক কনফারেন্সের উদ্বোধন করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ১২ বছরের ব্যবধানের পরে, জার্মান ব্যবসার এশিয়া-প্যাসিফিক সম্মেলনের আয়োজন করছে ভারত। একইসঙ্গে, সিইও ফোরামের আহ্বায়ক এবং আমাদের নৌবাহিনী যৌথ মহড়া পরিচালনা করছে।

প্রধানমন্ত্রী মোদী বলেছেন, এখন ভারত ও জার্মানি সপ্তম আন্তঃসরকারি পরামর্শের আয়োজন করতে যাচ্ছে। ভারত ও জার্মানি প্রতিটি পদক্ষেপে, প্রতিটি দিক থেকে সম্পর্কের গভীরতা দেখছে।প্রধানমন্ত্রীর কথায়, জার্মানি দক্ষ ভারতীয় পেশাদারদের জন্য বার্ষিক ভিসা কোটা ২০ হাজার থেকে বাড়িয়ে ৯০ হাজার করার সিদ্ধান্ত নিয়েছে। এই পদক্ষেপ জার্মানির প্রবৃদ্ধিতে একটি উল্লেখযোগ্য উৎসাহ দেবে বলে আশা করা হচ্ছে। এই সিদ্ধান্তের লক্ষ্য জার্মানির দক্ষ শ্রমিকের চাহিদা পূরণ করা এবং ভারতের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করা। ফলস্বরূপ, ভারতীয় পেশাদারদের জার্মানিতে কাজের সুযোগ বৃদ্ধি পাবে, দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *