BRAKING NEWS

মহিলাদের নিয়ে আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৫ অক্টোবর: শুক্রবার উত্তর গঙ্গানগর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত হলে উত্তর ত্রিপুরা জেলা আইনসভা কর্তৃপক্ষের উদ্যোগে জাতীয় মহিলা কমিশনের সহযোগিতায় আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। এই বিষয়ের উপর মহিলাদের নিয়ে এক আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্জালনের মধ্যে দিয়ে শিবিরের উদ্বোধন করেন রাজর্শ্রী চক্রবর্তী, সেক্রেটারি ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটি নর্থ ত্রিপুরা ধর্মনগর। এছাড়াও শিবিরে উপস্থিত ছিলেন দেবপ্রিয়া দাস(ভিডিও যুবরাজনগর আর ডি ব্লক), নির্জলা দাস প্রধান উত্তর গঙ্গানগর গ্রাম পঞ্চায়েত রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট বনানী শর্মা, অ্যাডভোকেট দেবাহুতি গোস্বামী।

বক্তারা মহিলাদের সম্পর্কিত বিভিন্ন আইন নিয়ে আলোচনা করেন যেমন পণপ্রথা, সমান কাজে সমান মজুরি, গার্হস্থ্য হিংসা, যৌন নির্যাতন, মহিলাদের উপর বিভিন্ন নির্যাতন, ধর্ষণ শ্লীলতাহানি, এসিড অ্যাটাক, শিশুবিবাহ আইন। তাছাড়া মহিলারা কোন কোন স্কীমে কি কি সুবিধা পেতে পারেন সে বিষয়ে আলোকপাত করেন মহিলারা। বিনা পয়সায়  লিগ্যাল সার্ভিস অথরিটির মাধ্যমে আইনি সাহায্য পেতে পারেন সে বিষয়ে অবগত করেন। শিবিরে ৬০ জন মহিলা উপস্থিত ছিলেন। শিবিরে অংশগ্রহণকারীদের ব্যাগ ডায়েরি কলম দেওয়া হয়। পিএলভি স্বপ্না চক্রবর্তী, শতাব্দি ভট্টাচার্য, ডিম্পি সরকার, চিরঞ্জিত মালাকার, সঞ্জীব বড়ুয়া, শরিফ উদ্দিন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *