সিনিয়র মহিলা জাতীয় ফুটবলে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন সিকিম

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে সিকিম। জাতীয় সিনিয়র মহিলা ফুটবলে জি গ্রুপের খেলায়। অনেকটা প্রত্যাশিতভাবেই সিকিম জয়ের হ্যাটট্রিক করার মধ্য দিয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়নের খেতাব পেয়েছে। ২৯ তম সিনিয়র মহিলা জাতীয় ফুটবল তথা রাজ মাতা জিজা ভাই ট্রফি ফুটবলের খেলায় সিকিম আজ, বৃহস্পতিবার তৃতীয় তথা গ্রুপ লীগে নিজেদের অন্তিম ম্যাচে চন্ডিগড় কে সাত গোলের ব্যবধানে পরাজিত করেছে। জয়ের সূচনা প্রথম ম্যাচে গুজরাটকে চার-এক গোলে হারিয়ে। দ্বিতীয় ম্যাচে ত্রিপুরাকে ছয় গোলে এবং আজ, তৃতীয় ম্যাচে চন্ডিগড় কে সাত গোলে হারিয়ে। তিন ম্যাচ থেকে পুরো নয় পয়েন্ট সংগ্রহ করে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে খেলার ছাড়পত্র ছিনিয়ে নিয়েছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে সকাল সাড়ে নয়টায় অনুষ্ঠিত খেলার প্রথমার্ধে বিজয়ী দল সিকিম চার গোলে এগিয়ে ছিল। সিকিমের সুজো হাঙ্গমা লিম্বু দুটো গোল করে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাবও পেয়েছে। এছাড়া, সামজানা রাই দুটি, প্রিয়া ছেত্রী, সিমরান গুরুং ও অংডেন লেপচা প্রত্যেকে একটি করে গোল করেছেন। পক্ষান্তরে চন্ডিগড় প্রথম দুটি ম্যাচের মতো আজ তৃতীয় খেলায়ও কোনও গোলের সন্ধান পায়নি। তিন ম্যাচে ২৭ গোল হজম করে এবারের মতো চন্ডিগড় ঘরে ফিরছে।

পয়েন্ট তালিকা : মহিলা জাতীয় ফুটবল : জি-গ্রুপ

দল         ম্যাচ জয় পরা:  ড্র গোল পয়েন্ট

সিকিম    ৩    ৩    ০    ০   ১৭-১   ০৯

গুজরাট  ৩    ২    ১    ০   ১৯-৪   ০৬

ত্রিপুরা    ৩    ১    ২    ০   ৫-৯   ০৩

চন্ডিগড়   ৩    ০    ৩    ০   ০-২৭   ০০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *