দুঃসাহসিক চুরির ঘটনায় লক্ষাধিক টাকার সামগ্রী চুরি

নিজস্ব প্রতিনিধি, করিমগঞ্জ, ২৪ অক্টোবর: কদিন পরপর দু:সাহ‌সিক চু‌রির ঘটনা ঘটে চলেছে আসামের করিমগঞ্জ শহর সহ শহরত‌লি এলাকায়। আসামের করিমগঞ্জ শহ‌রের পুরাতন মিশন রোডের বাসিন্দা অমৃত দাসের বাসভবনে ঘ‌টে গেল চুরির ঘটনা। এ‌তে স্থানীয়‌দের ম‌ধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

গভীর রা‌তে ঘ‌রের পিছন দিকের জানালার গ্রীল ভেঙে নিশিকুটুম্বরা ঘরে প্রবেশ করে। তারা পু‌রো ঘর তছনছ করে মূল্যবান সামগ্রী হাতিয়ে নিয়ে যায়। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হ‌চ্ছে যে ঘরের মালকিন বিছানায় থাকা সত্বেও তি‌নি চু‌রি কান্ড সম্প‌র্কে কিছুই টের পান‌নি।

এ‌তে ধারনা করা হ‌চ্ছে যে চো‌রেরা কোনও ঘুমের স্প্রে ব‌্যবহার ক‌রে‌ছিল।‌ চো‌রেরা উক্ত কা‌ন্ডে প্রায় দুলক্ষ টাকার অধিক সামগ্রী হা‌তি‌য়ে নেয় ব‌লে জা‌নি‌য়ে‌ছেন গৃহকর্তা। বৃহস্প‌তিবার এমন খবর পে‌য়ে তদ‌ন্তে না‌মে ক‌রিমগঞ্জ সদর থানার পু‌লিশ।