BRAKING NEWS

করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের সম্পাদক পদে দায়িত্বগ্রহণ স্বামী প্রেমঘনানন্দজি মহারাজের, সংবর্ধিত বেলুড় মঠে

করিমগঞ্জ (অসম), ২৩ অক্টোবর (হি.স.) : রামকৃষ্ণ মিশন করিমগঞ্জ আশ্রমের সম্পাদক পদে দায়িত্ব গ্রহণ করেছেন স্বামী প্রেমঘনানন্দজি মহারাজ। মঠের রীতি অনুযায়ী আজ বুধবার বেলুড় মঠে তাঁকে সংবর্ধনা জানানো হয়েছে। আগামী রবিবার তিনি কলকাতা থেকে আসবেন করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনে।

গত বুধবার করিমগঞ্জে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে বিদায়ী সম্পাদক স্বামী প্রভাসানন্দজি মহারাজের হাত থেকে করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের সম্পাদকের দায়িত্বভার গ্রহণ করেছেন ১৯৯৯ সালে সন্ন্যাস গ্রহণকারী স্বামী প্রেমঘনানন্দজি মহারাজ। এর পর মঠের কনফারেন্স এবং বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে বেলুড় মঠে যান তিনি। বেলুড়ে যাওয়ার পর আজ তাঁকে শ্রীশ্রী ঠাকুরের প্রসাদী মালা, প্রসাদী ধুতি এবং অন্যান্য সামগ্রী দিয়ে সম্মানিত করা হয়। 

উল্লেখ্য, করিমগঞ্জ রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদকের দায়িত্ব নেওয়ার আগে দীর্ঘ কয়েকবছর মিশনের অধীনস্থ একাধিক স্কুল এবং হস্টেলে সুনাম এবং খ্যাতির সঙ্গে নিজের দায়িত্ব পালন করেছেন স্বামী প্রেমঘনানন্দজি মহারাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *