BRAKING NEWS

সিবিপিআরও-র ডাকে সারা দেশের সাথে রাজ্যেও ধর্ণায় ব্যাঙ্কের অবসরপ্রাপ্ত কর্মীরা

আগরতলা, ২৩ অক্টোবর : সিবিপিআরও-র ডাকে সারা দেশের সাথে রাজ্যেও ধর্ণায় বসেছিলেন ব্যাঙ্কের অবসরপ্রাপ্ত কর্মীরা। আজ সকালে আগরতলা প্যারাডাইস চৌমুহনীতে পাঁচ দফা দাবিতে তাঁরা আন্দোলনে সামিল হয়েছেন। 

প্রসঙ্গত, ব্যাঙ্কের অবসরপ্রাপ্তদের পেনশন আপডেট, কর্মচারীদের প্রত্যেকের জন্য পেনশনের সুযোগ রাখা ইত্যাদি সহ মোট পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে বুধবার দেশব্যাপী ধর্ণায় বসেছে কোঅর্ডিনেশন অফ ব্যাঙ্ক পেনশনেরস এন্ড রিটায়র্স অর্গানিসশন্স। দেশের অন্যান্য রাজ্যের রাজধানীতেও এই কর্মসূচি পালন করার জন্য আহ্বান জানিয়েছিল সংগঠনের কেন্দ্রীয় কমিটি। নয়াদিল্লির যন্তর মন্তরেও পালিত হচ্ছে ওই পাঁচ দফা দাবিতে ধর্ণা। 

ধর্ণায় অংশগ্রহণকারী অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মী জানান, প্রায় ৩০ বছর ধরে তাঁদের পেনশন রিভিশন হচ্ছে না। তাঁর কথায়, কর্মরত অবস্থায় বেতন থেকে প্রভিডেন্ট ফান্ডে জমা হওয়া টাকা থেকেই তাদের পেনশন দেওয়া হয়। কিন্তু দীর্ঘদিন ধরে এই পেনশন আপডেট হচ্ছে না, তা খুবই অমানবিক। তাঁর বক্তব্য, পেনশন আপডেটের আশায় আছেন কমিটির সকলেই। কারণ, এই মূল্য বৃদ্ধির বাজারে জীবন যাপন আরো কিছুটা সহজ হয়ে ওঠে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *