BRAKING NEWS

দ্বি–শতরান করে বিশ্বরেকর্ড নিউজিল্যান্ডের চ্যাড বোয়েসের

ক্রাইস্টচার্চ, ২৩ অক্টোবর  (হি.স.) : লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির   বিশ্বরেকর্ড গড়লেন নিউজিল্যান্ডের   ব্যাটসম্যান চ্যাড বোয়েস।নিউজিল্যান্ডের   ঘরোয়া একদিনের   ম্যাচের   টুর্নামেন্ট ফোর্ড ট্রফিতে বুধবার   ক্যান্টারবুরির   হয়ে ক্রাইস্টচার্চে ওটাগোর   বিপক্ষে ১০৩ বলে দুইশত রান করেছেন বোয়েস।২৭ চার   ও ৭ ছক্কায় সাজানো তার   ইনিংসটি শেষ হয় ১১০ বলে ২০৫ রান করে। ৫০ ওভারের   স্বীকৃত ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির   আগের রেকর্ড ছিল ১১৪ বলে। যৌথভাবে যেটি ছিল অস্ট্রেলিয়ার   ট্রাভিস হেড ও ভারতের   নারায়ন জাগাদিসানের।

২০২১ সালে অ্যাডিলেইডে কুইন্সল্যান্ডের   বিপক্ষে সাউথ অস্ট্রেলিয়ার   হয়ে ১২৭ বলে ২৩০ রানের রেকর্ডটি গড়েছিলেন হেড। ২০২২ সালে বিজয় হাজারে   ট্রফিতে অরুণাচলের   বিপক্ষে তামিলনাড়ুর   হয়ে ১৪১ বলে ২৭৭ রানের সেই রেকর্ড স্পর্শ করেছিলেন জাগাদিসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *