BRAKING NEWS

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে পশ্চিম ত্রিপুরা জেলা শাসককে ডেপুটেশন সদর জেলা কংগ্রেসের 

আগরতলা, ২৩ অক্টোবর : সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকে দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে বিক্ষোভ জানিয়ে প্রতিবাদ মিছিল করেছে। মিছিল শেষে দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের ডেপুটেশন দিয়েছে।  

অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্যে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার তুলনায় দ্রব্য মূল্য দ্রুত গতিতে বেড়ে চলেছে। এভাবে চলতে থাকে মানুষ কি খাবে, এমনটাই প্রশ্ন তুলেছেন সদর জেলা কংগ্রেসের সমর্থকরা। দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে জেলা শাসকের নিকট ডেপুটেশন জমা দেওয়া হয়েছে। কংগ্রেস ভবনের সামনে থেকে মিছিল করে মহকুমা শাসকের অফিসে গিয়ে বিক্ষোভ প্রকাশ করে সদর জেলা কংগ্রেস কমিটি। 

প্রতিবাদ মিছিলে অংশগ্রহণকারী সদর জেলা কংগ্রেস সভাপতি জানান, যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে এতে সাধারণ মানুষের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কিন্তু এ নিয়ে প্রশাসনের কোনো হস্তক্ষেপ তারা দেখছেন না। একদিকে বেকার সমস্যা অন্যদিকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এভাবে বাড়তে থাকলে দুর্ভোগের শেষ থাকবে না। তাই তাদের দাবি সরকার যেন এই বিষয়ে নজর দেয় এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে যেন দ্রব্যমূল্য থাকে সেই ব্যবস্থা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *