BRAKING NEWS

“দানা”-র প্রভাব, পর্যটকশূন্য পুরীর সৈকতে ঝাঁকে ঝাঁকে কাঁকড়া, ভিডিও শেয়ার বালু-শিল্পী সুদর্শন পট্টনায়েকের

পুরী, ২৩ অক্টোবর (হি.স.): ঘূর্ণিঝড় দানার আতঙ্ক ওডিশায়। দানা আছড়ে পড়ার আগে পুরী থেকে পর্যটকদের সরানোর কাজ শুরু হয়েছে। ফলে পুরীর সৈকত কার্যত পর্যটকশূন্য হয়ে পড়েছে। জনশূন্য সমুদ্র সৈকত হতেই দেখা যাচ্ছে ঝাঁকে ঝাঁকে লাল কাকড়া। বালুশিল্পী সুদর্শন পট্টনায়েক সেই ভিডিয়ো শেয়ার করেন।

উল্লেখ্য, সৈকত শহর পুরী ইতিমধ্যেই পর্যটকশূন্য করা দেওয়া হয়েছে। ভিন রাজ্য থেকে ঘুরতে যাওয়া পর্যটক ও পুণ্যার্থীদের পুরী ছাড়ার জন্য বলে দিয়েছে ওডিশা সরকার। বৃহস্পতিবার ও শুক্রবার কোনও পর্যটককে পুরী ভ্রমণে না আসার পরামর্শও দিয়েছে সে রাজ্যের সরকার। সামুদ্রিক ঘূর্ণিঝড় “দানা”-র সম্ভাব্য প্রভাবের কথা বিবেচনা করে দক্ষিণ পূর্ব রেল আগামী ২৫ অক্টোবর পর্যন্ত মোট ১৫১টি ট্রেন বাতিল করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *