চ্যাম্পিয়ন্স লিগ : শাখতার দোনেৎস্ককে হারিয়ে জয়ের পথে ফিরলো মিকেল আর্তেতার দল আর্সেনাল

লন্ডন, ২৩ অক্টোবর  (হি.স.) : এমিরেটস স্টেডিয়ামে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের   ম্যাচে ইউক্রেইনের   ক্লাব শাখতার   দোনেৎস্ককে ১-০ গোলে হারাল আর্সেনাল। প্রথমার্ধে আত্মঘাতী গোলটি করেছেন সফরকারী   গোলরক্ষক। অথচ ম্যাচ জুড়ে   আক্রমণে আধিপত্য ছিল আর্সেনালেরই। অনেক সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হয় তারা।  এমনকি  পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন লেয়ান্দ্রো ত্রোসার।  তারপর   ভাগ্যের   ছোঁয়ায় শাখতার   দোনেৎস্কের   বিপক্ষে আত্মঘাতী গোলে  জয়ের   দেখা পেল মিকেল আর্তেতার   দল।

স্বাগতিকরা   গোলটি পায় ২৮ মিনিটে। বক্সের   ভেতর   থেকে মার্তিনেল্লির   নিচু শট পোস্টে লেগে শাখতার   গোলরক্ষক দিমিত্রোর শরীরের   লেগে জালে জড়ায়। নতুন আঙ্গিকের   চ্যাম্পিয়ন্স লিগের   তিন ম্যাচ থেকে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে তালিকার   চার   নম্বরে   উঠে এল আর্সেনাল। তাদের সমান ম্যাচে ১ পয়েন্ট নিয়ে ৩৬ দলের   মধ্যে ২৯ নম্বরে   আছে শাখতার।