BRAKING NEWS

‘দানা’-র চিন্তায় শঙ্কা বারাসতের বড় কালীপুজো কমিটিগুলির

উত্তর ২৪ পরগনা, ২৩ অক্টোবর (হি.স.) : ঘূর্ণিঝড় ‘দানা’ ক্রমশ ধেয়ে আসছে ওড়িশা-বাংলার উপকূলে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ২৪ পরগনা জেলায় ৷ তাও আবার কালীপুজোর সময় ৷ আর তাতেই চিন্তা বাড়িয়েছে বারাসতের বড় বাজেটের পুজো কমিটিগুলির৷ প্রাকৃতিক দুর্যোগের শঙ্কায় রীতিমতো ঘুম উড়েছে তাঁদের।

একদিকে প্রাকৃতিক দুর্যোগ ‘দানা’র মোকাবিলা করা, অন‍্যদিকে, প্যান্ডেলের কাজ যথাসময়ে সম্পূর্ণ করাই এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে পুজো উদ্যোক্তাদের কাছে। তাই, তড়িঘড়ি মণ্ডপসজ্জার কাজ সেরে নিতে চাইছেন বারাসতের বড় পুজো কমিটিগুলি। কোনও কোনও পুজো উদ্যোক্তা আবার বন্ধ রাখছেন মণ্ডপের কাজ।

বারাসতের বড় পুজোগুলোর মধ্যে রয়েছে নবপল্লীর আমরা সবাই ক্লাব। এছাড়া, পায়োনিয়র পার্ক, শতদল সঙ্ঘ, বিদ্রোহী ক্লাব, বারাসত ব্যায়াম সমিতি, কেএনসি রেজিমেন্ট, সন্ধানী ক্লাব বিশেষ ভাবে উল্লেখযোগ্য। পুজোমণ্ডপে শুধু থিমের চমক নয়, আলোকসজ্জাতেও নজর কাড়ে বারাসতের কালীপুজো।

আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে অথবা শুক্রবার ভোরে ঘূর্ণিঝড় ‘দানা’ আছড়ে পড়তে পারে ওডিশা-বাংলার উপকূলবর্তী এলাকায়। যার প্রভাবে আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে। তালিকায় রয়েছে উত্তর ২৪ পরগনা জেলাও। এর জেরেই তৈরি হয়েছে আশঙ্কার কালো মেঘ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *