BRAKING NEWS

পুণেতে ২২.৯০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করলো নির্বাচন কমিশনের টহলদার বাহিনী

মুম্বই, ২২ অক্টোবর (হি. স.) : পুণে পুলিশের স্ট্যাটিক সার্ভিল্যান্স টিম (এসএসটি) মঙ্গলবার দাউন্ড তহসিলের বাসিন্দা বকতুমাল সুখেজা নামে এক ব্যবসায়ীর কাছ থেকে ২২.৯০ লক্ষ টাকা নগদ বাজেয়াপ্ত করেছে। নির্বাচন কমিশনের টিমের অভিযান চলাকালীন এই অর্থ বাজেয়াপ্ত হয়েছে। আয়কর বিভাগ বিষয়টি তদন্ত করছে।

মহারাষ্ট্র পুলিশ সূত্রে জানা গেছে, রাজ্য বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন পুলিশের স্ট্যাটিক সার্ভিল্যান্স টিম (এসএসটি) গঠন করেছে। মঙ্গলবার দলটি পুণে সোলাপুর রোডের মাঞ্জরু ফাটার কাছে তল্লাশি চালাচ্ছিল। সেই সময় এসএসটি দলটি সন্দেহের ভিত্তিতে বকতুমল সুখেজাকে থামিয়ে তল্লাশি চালায়। তল্লাশির সময়, সুখেজার কাছ থেকে ২২.৯০ লক্ষ টাকা পাওয়া গেছে, যা পুলিশ বাজেয়াপ্ত করেছে। আয়কর বিভাগ বিষয়টি তদন্ত করছে। তবে সুখেজা দাবি করেছেন যে তিনি এপিএমসি মার্কেট ইয়ার্ডে অবস্থিত একটি ব্যাঙ্কে টাকা জমা দিতে যাচ্ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *