BRAKING NEWS

রঞ্জি : ১১ উইকেট নিয়ে মণিশঙ্কর সেরামেঘালয়কে ইনিংসে হারিয়ে ২য় শীর্ষে ত্রিপুরা

ত্রিপুরা-‌৩৭৪/‌৯
মেঘালয়-‌২২২ &‌ ১৩৮

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।।
প্রত্যাশিতভাবে ইনিংসে জয় পেল ত্রিপুরা। এক ইনিংস এবং ১৭ রানে পরাজিত করলো অপেক্ষাকৃত দুর্বল মেঘালয়কে। রঞ্জি ট্রফি ক্রিকেটে। শিলংয়ের পোলো গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে ত্রিপুরার ৩৭৪ রানের জবাবে মেঘালয় প্রথম ইনিংসে ২২২ রান করেছিল। ১৫৫ রানে পিছিয়ে থেকে ফলোয়নে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে মেঘালয় মাত্র ১৩৮ রান করতে সক্ষম হয়। ব্যাট হাতে অর্ধশতরান করার পর বল হাতে প্রথম ইনিংসে ৬ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়ে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন মনি শংকর মুড়াসিং। ১৫৫ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের শেষে কোনও উইকেট না হারিয়ে মেঘালয় তিন রান করেছিল। ত্রিপুরার লক্ষ্য ছিল চতুর্থ দিনের শুরুতেই বিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়া। কার্যত তাই হল। মিডল অর্ডারে জশকিরাত যদি কিছুটা প্রতিরোধ গড়ে না তুলতেন তাহলে মেঘালয় স্কোর ১০০ রানের গন্ডিও পার হত না। মেঘালয় দ্বিতীয় ইনিংসে ৩৭.‌৫ ওভার ব্যাট করে সব কটি হারিয়ে ১৩৮ রান করে। সোমবার দিনের শুরু থেকেই মেঘালয়ের ব্যাটসম্যানদের উপর কার্যত স্টিম রোলার চালান মনি শংকর। মনির দাপটে তছনছ হয়ে পড়ে মেঘালয়ের ইনিংস। দলের পক্ষে জাসকিরাত ৮৪ বল খেলে আটটি বাউন্ডারির সাহায্যে ৫১ রান, দলনায়ক কিষান লিন্ড ৩১ বল খেলে সাতটি বাউন্ডারি সাহায্যে ৩০ এবং দীপু ৪৩ বল খেলে চারটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি সাহায্যে ২৯ রান করেন। এছাড়া মেঘালয়ের আর কোনও ব্যাটসম্যান ২২ গজে মাথা তুলে দাঁড়াতে পারেননি। ত্রিপুরার পক্ষে মনি শংকর মুড়া সিং ৪৪ রানে পাঁচটি, অজয় সরকার ৩০ রানে এবং রানা দত্ত ৩৩ রানে দুটি করে উইকেট দখল করেন। ম্যাচে বোনাস পয়েন্ট সহ জয় পায় ত্রিপুরা এবং ম্যাচ থেকে অর্জন করে সাত পয়েন্ট। দুই ম্যাচ খেলে ত্রিপুরার পয়েন্ট ৮। আট দলীয় এলিট গ্রুপ এ-তে ত্রিপুরার অবস্থান এখন দ্বিতীয় শীর্ষে। বরোদা রয়েছে এককভাবে শীর্ষে দুই ম্যাচ থেকে ১২ পয়েন্ট পেয়ে। ২৬-‌২৯ অক্টোবর ত্রিপুরা তৃতীয় ম্যাচ খেলবে শক্তিশালী মুম্বাইয়ের বিরুদ্ধে । এম বি বি স্টেডিয়ামে হবে ম্যাচটি। মেঘালয়ের বিরুদ্ধে বোনাস পয়েন্ট নিয়ে জয় পাওয়ায শক্তিশালী মুম্বাই ম্যাচের আগে মনোবল বাড়িয়ে নিলেন রজত দে-‌রা। মুম্বাই ম্যাচ নিয়ে এম বি বি স্টেডিয়াম কেমন আচরণ করে তাও এখন দেখার বিষয়। তৃতীয় রাউন্ডের খেলায় বরোদা-ওড়িশা, জম্মু-কাশ্মীর সার্ভিসেস, মহারাষ্ট্র-মেঘালয় পরস্পরের মুখোমুখি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *