BRAKING NEWS

সব্জির চড়া মূল্যের ছ্যাকায় সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত, প্রশাসনের নজরদারি নেই, ক্ষোভ

আগরতলা, ২১ অক্টোবর : সব্জির চড়া মূল্যের ছ্যাকায় সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত। এমনই অবস্থা, মাছ-মাংসের থেকেও সব্জির দাম ক্রেতার নাগালের বাইরে চলে গেছে। ফলে, বাজারে গিয়ে সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়ছেন। তাঁদের মধ্যে ক্ষোভ ক্রমশ চরম আকার ধারণ করছে। 

জনৈক ক্রেতার কথায়, প্রতি কেজি ১০০ টাকার কমে সব্জি কেনা দায় হয়ে দাঁড়িয়েছে। বিক্রেতার কাছে গিয়ে সব্জির দাম শুনলেই ভিমরি খাওয়ার উপক্রম হয়েছে। ফলে, বাধ্য হয়ে অর্ধেক বাজার করেই ঘরমুখো হতে হচ্ছে। কারণ, সব্জির মূল্য এতটাই চড়েছে হাত দিলেই ছ্যাকা লাগছে। জনৈক ক্রেতা বিদ্রুপ করে বলেন, পকেট ভর্তি টাকা নিয়ে বাজারে গেলেও থলে ভরে সব্জি কিনে বাড়ি যাওয়া সম্ভব নয়। বরং, মাছ-মাংসে এখন তুলনামূলক খরচ কম হচ্ছে। 

ওই ক্রেতার বক্তব্য, লক্ষ্মী পুজোর সময় থেকেই বাজারে সব্জির দাম আকাশ ছুয়েছে। পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, কিন্তু, প্রশাসনের এ-বিষয়ে হেলদোল লক্ষ্য করা যাচ্ছে না। তিনি উষ্মা প্রকাশ করে বলেন, প্রশাসনের নিষ্ক্রিয় ভূমিকা সাধারণ মানুষকে নাজেহাল করে ছাড়ছে। তাঁর অভিযোগ, সব্জি বিক্রেতারা যেমন খুশি দাম হাঁকছেন। ফলে, বাজারে গিয়ে আমরা হতভম্ব হয়ে পড়ছি। তাঁর দাবি, বাজারে সব্জির মূল্য নিয়ন্ত্রণে অবিলম্বে প্রশাসনিক ব্যবস্থা না নেওয়া হলে সাধারণ মানুষের ক্ষোভের বিস্ফোরণ হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *