শিলিগুড়ি, ২০ অক্টোবর (হি.স.): সদ্য শেষ হয়েছে বাঙালির দুর্গা পুজো। এর পরেই পালা কালী পুজোর। তার আগেই দীপাবলি ও শ্যামা পুজো উপলক্ষে শিলিগুড়ি কুমোরটুলিতে জোর কদমে চলছে শ্যামা মায়ের মূর্তি তৈরির কাজ। উৎসবের দিনগুলি চলে আসার আগে প্রস্তুতি তুঙ্গে। রবিবার শিলিগুড়ির কুমোরটুলির শিল্পীরা জানান, হাতে গোনা কয়েকটি দিন বাকি, তাই মূর্তি তৈরির কাজ জোর কদমে চলছে। এদিকে বৃষ্টিতে ও আবহাওয়ার খামখেয়ালিতে কিছুটা হলেও ব্যাহত হচ্ছে মূর্তি তৈরির কাজ। উল্লেখ্য, এই বছরে অন্তত ৫০টি মূর্তি তৈরি করা হচ্ছে এবং বেশ কিছু মূর্তির বায়না ইতিমধ্যেই হয়ে গিয়েছে। শ্যামা পুজো ও দীপাবলির আনন্দে মাততে শিলিগুড়ির কুমোরটুলি এখন সেজে উঠেছে উৎসবের সাজে।
2024-10-20

