ওদালগুড়ির পশ্চিম গেলাবিলে সড়ক দুৰ্ঘটনা, হত এক

ওদালগুড়ি (অসম), ২০ অক্টোবর (হি.স.) : ওদালগুড়ি জেলান্তর্গত ওরাঙের পশ্চিম গেলাবিল এলাকায় সংঘটিত এক ভয়াবহ সড়ক দুৰ্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হয়েছে বাই-সাইকেল আরোহী ৫২ বছর বয়সি জনৈক প্ৰেম পৌড়েলে। নিহত প্ৰেম পৌড়েল পশ্চিম গেলাবিলের সোনাজুলি গ্রামের বাসিন্দা।

জানা গেছে, আজ রবিবার ওরাঙের দিক থেকে আগত গুয়াহাটিগামী এএস ১৩ এসি ২৫৬৬ নম্বরের দুরন্ত গতির একটি আল্ট্ৰা বাসের ধাক্কায় মৃত্যু হয়েছে আরোহী প্ৰেম পৌড়েলের। নিহত প্ৰেম পৌড়েলের মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য ওদালগুড়ি সিভিল হাসপাতালে পাঠিয়েছে৷