ক্যানিং, ২০ অক্টোবর (হি.স.): ষোলো বছরের এক নাবালিকাকে অপহরণের অভিযোগে গ্রেফতার হল এক যুবক। ধৃতের নাম মদন নস্কর। বারুইপুর থানার দক্ষিণ বেলেগাছি থেকে গ্রেফতার করা হয় মদন নস্করকে। মদনের শ্যালক বৃন্দাবনের বিরুদ্ধে মূল অভিযোগ। ক্যানিংয়ের নিকারিঘাটা এলাকা থেকে ওই নাবালিকাকে গত ১২ তারিখ অপহরণ করা হয় বলে অভিযোগ। এই বিষয়ে ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে পুলিশ মদনকে গ্রেফতার করেছে। ধৃতকে রবিবার আলিপুর আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এই ঘটনায় মূল অভিযুক্তের খোঁজে শুরু হয়েছে তদন্ত।
2024-10-20

