বারাণসী, ২০ অক্টোবর (হি.স.): ভারতের স্বাস্থ্য কৌশলের এই মুহূর্তে পাঁচটি স্তম্ভ রয়েছে। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, ভারতের স্বাস্থ্য কৌশলের পাঁচটি স্তম্ভ রয়েছে- প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা, অর্থাৎ রোগ হওয়ার আগে প্রতিরোধ। সময়মত রোগ নির্ণয়। বিনামূল্যে এবং সস্তা চিকিৎসা ও সস্তা ওষুধ। ছোট শহরে ভালো চিকিৎসা, ডাক্তারের অভাব দূর করা। স্বাস্থ্যসেবায় প্রযুক্তির সম্প্রসারণ।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার উত্তর প্রদেশের বারাণসীতে চক্ষু হাসপাতালের শুভ উদ্বোধন করেছেন। উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উপস্থিতিতে আর জে শঙ্করা চক্ষু হাসপাতালের শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী মোদী।এই চক্ষু হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, “আর জে শঙ্করা চক্ষু হাসপাতাল আধ্যাত্মিকতা এবং আধুনিকতার মিশ্রণ। যুবকদের কর্মসংস্থানের পাশাপাশি এটি বয়স্কদের এবং বাচ্চাদেরও সেবা করবে।” প্রধানমন্ত্রী আরও বলেছেন, “কাশী প্রাচীনকাল থেকেই ধর্ম ও সংস্কৃতির রাজধানী হিসেবে স্বীকৃত। এখন কাশী উত্তর প্রদেশ এবং পূর্বাচলের একটি বড় স্বাস্থ্যকেন্দ্র এবং স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসাবেও বিখ্যাত হয়ে উঠছে।”
2024-10-20

