যত্রতত্র ফেলে রাখা মূর্তিগুলি সঠিক স্থানে বিসর্জন বিশ্ব হিন্দু পরিষদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ অক্টোবর: রাজ্যের বিভিন্ন স্থানে ঘটা করে পূজা পার্বণ সম্পন্ন করার পর  যত্রতত্র ফেলে রাখা হচ্ছে দেব দেবীর মূর্তি। আর দেবদেবীর মূর্তিকে যারা অবমাননা করছেন তাদের সচেতন করার জন্য রবিবার বামুটিয়া এলাকায় যত্রতত্র ফেলে রাখা মূর্তিগুলি সঠিক স্থানে বিসর্জন দিল বিশ্ব হিন্দু পরিষদ ।

সনাতনীদের বারো মাসে তের পার্বণ হলেও বিশেষ করে শরৎকালে পুজোর সংখ্যাটা একটু বেশি থাকে। এই সময় দুর্গাপূজো কালীপুজো থেকে শুরু করে প্রতি ঘরে পূজিত হন দেবী লক্ষী। কিন্তু ঘটাকরে পুজো পার্বণ সম্পন্ন করলেও রাজ্যের একটা অংশের মানুষ পুজোর পরে যত্রতত্র ফেলে রাখেন দেবদেবীর মূর্তি। এতে দেবদেবীর যেমন অবমাননা করা হচ্ছে তেমনি পরিবেশের স্বচ্ছতার উপর বিরুপ প্রভাব বিস্তার করছে।

এবার এই অংশের মানুষদের সচেতন করতে মাঠে নামলো বিশ্ব হিন্দু পরিষদ। পুজোর পর দেবদেবীর মূর্তিকে যাতে  অবমাননা না করা হয়, সেই বার্তা দেওয়ার জন্য  রবিবার বিশ্ব হিন্দু পরিষদ বামুটিয়া প্রখন্ডের পক্ষ থেকে যত্রতত্র ফেলে রাখা বিভিন্ন দেবদেবীর মূর্তিগুলো সঠিক স্থানে বিসর্জন করা হয়। এই মহান সামাজিক অনুষ্ঠানে বিশ্ব হিন্দু পরিষদের পরিষদের পশ্চিম ত্রিপুরা  প্রখণ্ডের সম্পাদক জীবন আচার্য সহ অন্যান্য কার্যকর্তারা উপস্থিত ছিলেন।