৩২ জন খেলোয়াড়ের ডিমা হাসাওয়ে অনুষ্ঠিত দাবা প্রতিযোগিতা

হাফলং (অসম), ২০ অক্টোবর (হি.স.) : ডিমা হাসাও দাবা অ্যাসোসিয়েশনর উদ্যোগে এবং বাগেটার গোর্খা ইয়ুথ ক্লাবের সহযোগিতায় ১৯ এবং ২০ অক্টোবর ওপেন সুইস লিগ দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ওপেন সুইস দাবা প্রতিযোগিতায় মোট ৩২ জন খেলোয়াড় অংশগ্রহণ করেছে।

প্রতিযোগিতায় প্রথম হয়েছেন ডিফুর থং তেরন, দ্বিতীয় হয়েছেন শিলচরের দীপ দাস, তৃতীয় হয়েছেন কৃষ্ণ জয়শী, চতুর্থ হয়েছেন ভীম শর্মা এবং পঞ্চম হয়েছেন দীপক ছেত্রী।

দাবা প্রতিযোগিতায় বিজয়ীদের শংসাপত্র সহ নগদ পুরস্কার তুলে দেওয়া হয়েছে। তাছাড়া বাকি অংশগ্রহণকারীদের আয়োজকদের পক্ষ থেকে সার্টিফিকেট প্রদান করা হয়।

ডিমা হাসাও দাবা অ্যাসোসিয়েশনের সদস্য রণিত দে বলেন, “এই টুর্নামেন্টটি পাহাড়ি জেলার জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে চিহ্নিত হয়েছে। অল আসাম দাবা অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও একজন আন্তর্জাতিক আরবিটার ড. চার্বাক মুখোপাধ্যায় প্রতিযোগিতাটি আয়োজন করতে অনেক সমর্থন জানিয়েছেন।  আমরা প্রথমবারের মতো এই সুইস লিগ ফরম্যাট সফলভাবে আয়োজন করেছি। এই প্রতিযোগিতার জন্য ড. মুখোপাধ্যায় ১৫টি দাবা কিট সরবরাহ এবং পুরস্কারের আংশিক অর্থ প্রদান করেছেন। আইএ অনুপম ভট্টাচার্যের সহায়তায় প্রতিযোগিতার স্বচ্ছতা বজায় রাখতে টুর্নামেন্টের তথ্য চেস রিজাল্ট ডটকমে রেকর্ড করা হয়েছে।’

রোণিত দে বলেন, এ বছর খেল মহারণে দাবাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। চলতি বছরের নভেম্বরে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের অধীনস্থ ২৮টি নির্বাচনী কেন্দ্রে অনুষ্ঠিত হবে খেল মহারণ৷ খেল মহারণে অংশগ্রহণ করতে আগ্রহী খেলোয়াড়রা অনলাইনে নিজেদের নাম নিবন্ধন করতে পারবেন বলে জানিয়েছেন তিনি।