নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ অক্টোবর: আগামী ডিসেম্বর মাসে দৃষ্টিহীনদের নিয়ে জাতীয় স্তরের ক্রিকেট প্রতিযোগিতার আসর বসছে উড়িষ্যায়। এবং ২৬শে নম্বর থেকে আগরতলায় অনুষ্ঠিত হচ্ছে উত্তর পূর্বাঞ্চলীয় দাবা প্রতিযোগিতা।
আর এই দুইটি প্রতিযোগিতার জন্য রবিবার খেলোয়াড়দের তালিকা প্রকাশ করলো অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটি।
আগামী ডিসেম্বর মাসে দৃষ্টিহীনদের নিয়ে জাতীয় স্তরের ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে উড়িষ্যা। আর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে রাজ্য দল। তাই রবিবার এক সাংবাদিক সম্মেলন করে বি ওয়ান, বি টু, বি থ্রি, এই তিনটি ক্যাটাগরিতে মোট ২২ জনের টিম ঘোষণা করল অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটি।
এই ২২ জন এর মধ্যে কোচ ও টিম ম্যানেজার সহ ১৬ জনের দল আগামী ১০ই ডিসেম্বর উড়িষ্যার উদ্দেশ্যে রওনা দেবে। এছাড়াও আগামী ২৬ থেকে ২৮ শে অক্টোবর আগরতলা প্রেসক্লাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে উত্তর পূর্বাঞ্চলীয় দাবা প্রতিযোগিতা। অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ১৪ জনের টীম ঘোষণা করা হয়।
রবিবার এক সাংবাদিক সম্মেলন করে এই নামের তালিকা প্রকাশ করে অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটি। উপস্থিত ছিলেন কমিটির সম্পাদক সঞ্জয় ধন ভৌমিক, সহ-সম্পাদক সুজিত দাস সহ অন্যান্যরা।

