মেঘলা আকাশ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় স্বস্তির বৃষ্টি

কলকাতা, ১৯ অক্টোবর (হি.স.): মেঘের গর্জন সঙ্গে বৃষ্টি, শনিবার সকাল থেকেই এমনই আবহাওয়া কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা জেলা শনিবার সকাল থেকেই বৃষ্টিতে ভিজছে, বৃষ্টি হচ্ছে কলকাতাতেও। সঙ্গে দমকা হাওয়া এবং মেঘের গর্জন।

শনিবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আকাশ মেঘাচ্ছন্ন। সকালের দিকে ক্ষণিকের জন্য রোদের দেখা মিললেও, তা ছিল সাময়িক। সকাল ৯টার পর থেকে অবিশ্রান্ত বৃষ্টি হয়েছে, তবে হালকা। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৩ ডিগ্রি বেশি।