ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। বিশেষ মর্যাদাপূর্ণ এশিয়ান অনূর্ধ্ব ১৬ এবং আন্ডার র্যাঙ্কিং জুনিয়র টেনিস টুর্নামেন্ট ২০২৪-এর ৩য় সংস্করণ আগামীকাল থেকে আগরতলায় শুরু হতে যাচ্ছে। চলবে ২৫ অক্টোবর পর্যন্ত। শহরের দুটি টেনিস কোর্টে আয়োজিত এই টুর্নামেন্টে রাজ্যের, দেশের এবং এমনকি বিদেশের খেলোয়াড়রাও অংশ নেবে। প্রস্তুতিপর্বও চূড়ান্ত। টেনিস কমপ্লেক্স, মালঞ্চা নিবাস এবং দশরথ দেব স্টেট স্পোর্টস কমপ্লেক্স, বাধারঘাটে আয়োজিত হবে এই টুর্নামেন্ট। এশিয়ান র্যাঙ্কিং পয়েন্ট প্রদানকারী এই চ্যাম্পিয়নশিপটি আইটিএফ হোয়াইট ব্যাজ রেফারি, মিস্টার সৈকত রায়, ভারতের অন্যতম প্রাচীন আন্তর্জাতিক কর্মকর্তা এবং তার দলের দ্বারা অধিষ্ঠিত হবেন। স্থানীয় ছেলে অ্যাংসলা দেববর্মা এবং অভিশিক্তা চৌধুরীও এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে অংশ নেবেন। উদ্বোধনী অনুষ্ঠান আগামীকাল দুপুর ২ টায় স্টেট টেনিস কমপ্লেক্স, মালঞ্চা নিবাসে অনুষ্ঠিত হবে। ভারত সরকারের মাননীয় সাংসদ সদস্য রাজীব ভট্টাচার্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তাঁর সাথে উপস্থিত থাকবেন বলে আশা করা সম্মানিত বিশিষ্ট ব্যক্তিরা হলেন প্রদীপ চক্রবর্তী, আইএএস, সচিব, ত্রিপুরা সরকারের, এস বি নাথ, ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের অধিকর্তা সহ অন্যান্যরা। ত্রিপুরা টেনিস এসোসিয়েশনের সম্পাদক সুজিত রায় এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন।