নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ অক্টোবর: ১৯ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত কাকাড়াবন কিশোরগঞ্জ ব্রীজের উপর দিয়ে সমস্ত ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। এক নির্দেশে একথা জানালেন গোমতী জেলা শাসক।
নির্দেশিকায় জানানো হয়েছে, এনএইচআইডিসিএল একটি টেকনিক্যাল পরীক্ষা চালাচ্ছে। যার দরুন কিশোরগঞ্জ ব্রিজ এবং সংশ্লিষ্ট এলাকাতে যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি উদয়পুর এবং মেলাঘরের গাড়িগুলি চলাচলের জন্য অন্য রাস্তা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এই রাস্তা বন্ধের ফলে সকাল থেকেই বিপাকে পড়েন যান চালকরা। ক্ষুদ্ধ হয়ে একসময় বিক্ষোভ দেখান বিভিন্ন এলাকা থেকে এসে আটকে পড়া যানচালকরা। তাদের অভিযোগ কোন ধরনের নির্দেশিকা না দিয়েই এই রাস্তা বন্ধ করে দেওয়া হয় সকালে। যদিও পরবর্তীতে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।