মহিলাদের কাউন্টিতে রূপান্তরকামী মহিলাদের অংশগ্রহণ নিষিদ্ধ করল ইসিবি

লন্ডন, ১৮ অক্টোবর (হি.স.) : মেয়েদের   কাউন্টিতে ট্রান্সজেন্ডার   বা রূপান্তরকামী মহিলাদের   অংশগ্রহণ নিষিদ্ধ করেছে ইসিবি। শুক্রবার   ইসিবি জানিয়েছে, পুরুষ   বয়ঃসন্ধির   মধ্য দিয়ে যাওয়া কেউ রূপান্তরিত হয়ে মহিলা দলটির   শীর্ষ দুটি স্তর   টায়ার   ওয়ান ও টায়ার   টুতে খেলতে পারবেন না। এই নিয়মটি মেয়েদের   ‘দ্য হান্ড্রেড’–এও কার্যকর   হবে।

তবে ঘরোয়া ক্রিকেটের   তৃতীয় স্তর   থেকে নিচে এবং বিনোদনমূলক ক্রিকেটে রূপান্তরিত মহিলাদের   খেলার   ব্যাপারে   কোনও বাধা নেই।

তবে ইসিবির   এই সিদ্ধান্তের   এক বছর   আগেই গতবছরের   নভেম্বরে   ট্রান্সজেন্ডার   বা রূপান্তরকামী মহিলা খেলোয়াড়দের   আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।