আগামী ২৪ ঘণ্টায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে

কলকাতা, ১৭ অক্টোবর (হি.স.) : দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার   পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা সংলগ্ন এলাকাগুলিতে। শনিবার   থেকে বাতাসে জলীয় বাষ্পের   পরিমাণ কমতে পারে। রবিবার   থেকে আবহাওয়ার শুষ্ক হওয়ার সম্ভাবনা রয়েছে।বৃহস্পতিবার মাঝারি বৃষ্টির   পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। বৃষ্টি হতে পারে   দার্জিলিং, কালিম্পং, কোচবিহার,  জলপাইগুড়ি,  আলিপুরদুয়ার সহ একাধিক জেলায়। আবহাওয়ার   পরিবর্তন হতে পারে   উত্তর   ও দক্ষিণ দিনাজপুর সংলগ্ন এলাকাগুলিতে।