করিমগঞ্জ (অসম), ১৬ অক্টোবর (হি.স.) : করিমগঞ্জ জেলা সদরের উপকণ্ঠ বাকরশালে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে একটি মাদ্রাসা এবং মুড়ি কারখানা।
অগ্নিকাণ্ডের ঘটনা আজ বুধবার ভোরের দিকে সংঘটিত হয়েছে। আগুনে মাদ্ৰাসা ভস্মীভূত হওয়ার পাশাপাশি জ্বলে ছাই হয়ে গেছে শতাধিক পবিত্ৰ কোরাণ এবং ধৰ্মীয় গ্ৰন্থ। তবে মাদ্ৰাসা বন্ধ থাকায় সৌভাগ্যবশত প্ৰায় ৫০ জন ছাত্ৰ রক্ষা পেয়েছে।
জানা গেছে, সংলগ্ন একটি মুড়ি কারখানা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। মুড়ি কারখানাও পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া লাগোয়া একটি সো-মিলের কিছু অংশ পুড়েছে।
ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগের ফলে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় প্রায় দু-কোটির ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হচ্ছে।