চেন্নাই এখনও জলমগ্ন, ভারী বৃষ্টির সতর্কতাও জারি

চেন্নাই, ১৬ অক্টোবর (হি.স.): বৃষ্টির জলে চেন্নাই এখনও জলমগ্ন, পাম্পের সাহায্যে জল নামানোর কাজ চলছে। তবুও চেন্নাই শহরের বহু নীচু এলাকায় বুধবার সকালেও জল জমে রয়েছে। এমতাবস্থায় ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে চেন্নাই, ফলে আবারও বৃষ্টি হলে পরিস্থিতি বেগতিক হতে পারে। মঙ্গলবার দিনভর বৃষ্টি হয়েছিল চেন্নাইয়ে, সারাদিনই আকাশ ছিল মেঘাচ্ছন্ন। চেন্নাই শহরে মঙ্গলবার রাতেও একপ্রস্থ বৃষ্টি হয়। ভারী বর্ষণে চেন্নাই শহরের ম্যাডলি সাবওয়ে, মাম্বালাম ও চুলাইমেদু এলাকায় জল জমে রয়েছে। আগামী ২৪ ঘণ্টাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে চেন্নাই-সহ তামিলনাড়ুর অন্যান্য জেলায়।