নয়াদিল্লি, ১৫ অক্টোবর (হি.স.): আর জি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুন কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলার ষষ্ঠ শুনানি মঙ্গলবার সুপ্রিম কোর্টে। দুপুরেই প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পার্দিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চে মামলাটি উঠবে। শুনানি নিয়ে কৌতুহল রয়েছে নানা মহলে।
কোন কোন বিষয় নিয়ে আজ শীর্ষ আদালতে সওয়াল-জবাব হতে চলেছে, তা আলোচনা সাপেক্ষ। মনে করা হচ্ছে, নতুন করে জুনিয়র ডাক্তারদের অনশনের বিষয়টিকে বিশেষ গুরুত্ব সহকারে উপস্থাপিত করতে পারেন চিকিৎসকদের আইনজীবীরা। নজর থাকবে সিবিআইয়ের পঞ্চম স্টেটাস রিপোর্টেও।
সিবিআইয়ের আইনজীবী তথা সলিসিটর জেনারেল তুষার মেহতা কী নিয়ে সওয়াল করবেন, তাও আলোচ্য। এর আগে গত ৩০ সেপ্টেম্বর আর জি কর মামলার শুনানি হয়েছিল সুপ্রিম কোর্টে।
সুপ্রিম কোর্টের নির্দেশে জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি তুলে কাজে ফিরেছেন ঠিকই, তবে প্রতিবাদ জারি রাখতে এবং দশ দফা দাবিপূরণে সরকারের উপর চাপ বাড়িয়ে তাঁদের একাংশ আমরণ অনশন শুরু করেছে। মঙ্গলবার তা একাদশ দিনে পড়ল। কলকাতার ধর্মতলা এবং শিলিগুড়িতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের সামনে চলছে জুনিয়র চিকিৎসকদের অনশন।
এই কঠোর কর্মসূচি করতে গিয়ে একে একে অসুস্থ হয়ে পড়েছে ৫ জন ডাক্তার। তাঁরা হাসপাতালে ভর্তি। এই বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হতে পারে আজকের শুনানিতে। সেক্ষেত্রে শীর্ষ আদালত কি অনশন প্রত্যাহারের নির্দেশ দেবে? সেদিকে তাকিয়ে সবমহল।

