নয়াদিল্লি, ১৫ অক্টোবর (হি.স.): ইভিএম-এর পক্ষ ফের সওয়াল করলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। বিরোধীদের সমস্ত অভিযোগ খারিজ করে দিয়ে তিনি বলেছেন, ইভিএম ১০০ শতাংশ পরীক্ষিত ও নির্ভুল। বিরোধীরা একাধিকবার ইভিএম-এ কারচুপির অভিযোগ এনেছেন, সেই সমস্ত অভিযোগ খারিজ করে দিয়ে মঙ্গলবার মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার পুনর্ব্যক্ত করেছেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ১০০ শতাংশ নির্ভুল।দিল্লিতে সাংবাদিকদের তিনি বলেছেন, নির্বাচনের সময় ভোটদানে অংশ নিয়ে জনসাধারণ ইভিএম নিয়ে উত্থাপিত প্রশ্নের জবাব দিয়েছেন। উল্লেখ্য, কংগ্রেস-সহ বিরোধী দলগুলি ইভিএম নিয়ে প্রশ্ন তুলেছে। হরিয়ানা বিধানসভা নির্বাচনে সাম্প্রতিক পরাজয়ের পরে, কংগ্রেসের একাধিক নেতা আবারও ইভিএম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
2024-10-15

