ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। শেষ দু-টি ম্যাচে ত্রিপুরা মিশ্র ফল করেছে। ওড়িশাকে হারালেও শেষ ম্যাচে পাঞ্জাবের কাছে বড় ব্যবধানে হারতে হয়েছে ত্রিপুরা দলকে। খেলা বিসিসিআই আয়োজিত অনূর্ধ্ব ১৯ জাতীয় ক্রিকেট তথা ভিনু মানকড় ট্রফির ই গ্রুপের খেলা। প্রথম দুটি ম্যাচে যথাক্রমে জম্মু-কাশ্মীরের কাছে ন্যূনতম উইকেটে এবং তামিলনাড়ুর কাছে নয় উইকেটে পরাজয়ের পর, ২০২ রানের ব্যবধানে মিজোরামকে পরাজিত করেছিল। বৃহস্পতিবার চতুর্থ ম্যাচে ত্রিপুরা ওড়িশার বিরুদ্ধে ভিজেডি মেথডে ৩৪ রানের ব্যবধানে ত্রিপুরা জয় লাভ করেছে। টস জিতে ত্রিপুরা প্রথম ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে ৪৮.১ ওভারে ১৮০ রান সংগ্রহ করে। দলের পক্ষে দেবাংশু দত্তের ৭১ রান, অভিক পালের ৩৫ রান, রাহুল সূত্রধরের ৩০ রান উল্লেখযোগ্য। দেবাংশু ১১১ বল খেলে দশটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৭১ রান পায়। ব্যাট করতে নেমে ওড়িশা ৩৫ ওভারে সব উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করে। রাজ্য দলের বোলার রাকেশ রুদ্র পাল ১৬ রানে তিনটি এবং অর্কজিৎ রায় ও রিয়াদ হোসেন দুটি করে উইকেট পেয়েছে। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ভিজেডি মেথডে ত্রিপুরা দল ৩৪ রানে জয়ী হয়েছে। শনিবারের খেলায় টস জিতে পাঞ্জাব প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৪৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে রাহুল কুমার ১২১ বল খেলে ১৩ টি বাউন্ডারি ও আটটি ওভার বাউন্ডারি মেরে সর্বাধিক ১৬১ রান সংগ্রহ করে। এছাড়া, অধিনায়ক বিহান পায় ৪৯ রান। রাজ্য দলের রাহুল সূত্রধর ৫২ রানে তিনটি উইকেট পায়। জবাবে ব্যাট করতে নেমে ত্রিপুরার ব্যাটার্সরা ২৮.৫ ওভার খেলে ৭০ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। রোহন বিশ্বাস সর্বাধিক ২২ রান পায়। অধিনায়ক দ্বীপজয় দেবের ১৭ রান এবং দেবাংশু দত্ত ১৬ রান সংগ্রহ করে। পাঞ্জাবের ধামনামপ্রীত এবং শুভম তিনটি করে উইকেট পেয়েছে।
2024-10-14