মুম্বই, ১৪ অক্টোবর (হি.স.): মুম্বইয়ের এইচ এন রিলায়েন্স হাসপাতালে রুটিন শারীরিক চেকআপ করালেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখমন্ত্রী উদ্ধব ঠাকরে। সম্ভবত সোমবারই হাসপাতাল থেকে ছাড়া পাবেন তিনি। উদ্ধবের ছেলে আদিত্য ঠাকরে জানিয়েছেন, “সোমবার সকালে, উদ্ধব ঠাকরে জি এইচ এন রিলায়েন্স হাসপাতালে একটি পূর্ব পরিকল্পিত বিশদ শারীরিক চেক আপ করিয়েছেন। আপনার শুভেচ্ছা-সহ সব ঠিক আছে, এবং তিনি কাজ করতে এবং জনগণের সেবা করতে সম্পূর্ণ প্রস্তুত।”
2024-10-14