ইমার্জিং টিমস এশিয়া কাপ: ভারত ‘এ’-র পূর্ণ স্কোয়াড ঘোষণা, তিলক ভার্মাকে অধিনায়ক করা হয়েছে

মুম্বই, ১৩ অক্টোবর (হি.স.): ১৮ অক্টোবর ২০২৪ থেকে ওমানে শুরু হতে চলেছে  উদীয়মান এশিয়া কাপ। শনিবার রাতে ভারত ‘এ’ দলের স্কোয়াড ঘোষণা করা হয়েছে।টুর্নামেন্টের ষষ্ঠ আসর এটি। অংশগ্রহণকারী আটটি দল- হংকং, সংযুক্ত আরব আমিরাত এবং স্বাগতিক ওমানের পাশাপাশি ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, বাংলাদেশের এ দল।

তিলক ভার্মা হয়েছেন ভারত ‘এ’ দলের অধিনায়ক। এখানে ভারতীয় দলের পুরো স্কোয়াড রয়েছে:

ভারত ‘এ’ স্কোয়াড:তিলক ভার্মা (অধিনায়ক), অভিষেক শর্মা, আয়ুশ বাদোনি, নিশান্ত সিন্ধু, অনুজ রাওয়াত, প্রভ সিমরান সিং, নেহাল ওয়াধেরা, আনশুল কাম্বোজ, হৃতিক শোকিন, আকিব খান, বৈভব অরোরা, রাশিখ সালাম, সাই কিশোর, রাহুল চাহার।