BRAKING NEWS

অষ্টমীর রাতে চোরের হানা, ৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ প্রায় ২৫ হাজার টাকা চুরি

আগরতলা, ১২ অক্টোবর: পুজোর আনন্দে নিঃস্ব পরিবার। অষ্টমীর রাতে শান্তির বাজার মহকুমার উত্তর পাড়ায় দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। 

বাঙ্গালীর শ্রেষ্ঠ উৎসব দূর্গোৎসব। বিগতদিনের ভয়াবহ বন্যার ভয় ভীতি কাটিয়ে মায়ের আরাধায়নায় মাতোয়ারা হয়েছে সকলে। এই দূর্গোৎসবের মধ্যেও চোরের হাত থেকে রক্ষা পাচ্ছেনা লোকজনেরা। শান্তির বাজার পুর পরিষদ এলাকায় উত্তর পাড়ার বাসিন্দা দীপঙ্কর চক্রবর্তী বাড়িতে অষ্টমীর রাতে দুঃসাহসিক চুরি হয়েছে। ওইদিন রাতে বাড়ির মালিক পরিবারের লোকজনদের নিয়ে উদয়পুর পূজা দেখতে যায়। বাড়িতে একাকৃতিত্বের সুযোগ পেয়ে বাড়ীর পেছনের দিক দিয়ে সিড়িঁর দরজাদি য়ে নিশিকুটম্বের দল ঘরে প্রবেশকরে বলে ধারনা করা হচ্ছে। 

চোরের দল হানা দিয়ে, ৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ প্রায় ২৫ হাজার টাকা সহ প্রায় প্রায় ১৩ লক্ষ টাকার সামগ্রী চুরি করে পালিয়েছে।  রাত্রিবেলায় পূজা দেখে বারিতে এসে চুরির বিষয়ে জানতে পেরে শান্তির বাজার থানায় খবর দেওয়া হয়েছে।  ওই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *