“ছেলেমেয়েগুলোকে ঘুঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছে”, কটাক্ষ কুণালের

কলকাতা, ১২ অক্টোবর (হি.স.): ফের জুনিয়র ডাক্তারদের অনশন-বিরোধী মন্তব্য করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁর কটাক্ষ, “ছেলেমেয়েগুলোকে ঘুঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছে”। 

শনিবার তিনি এক্সবার্তায় লেখেন, “অনশনকারী ছেলেমেয়েদের কাঁধে বন্দুক রেখে কিছু শকুন নিজস্ব রাজনীতি করছে। কেউ নেতা সাজছে, কেউ সিনেমায় রোল খুঁজছে, কোনো দল শূন্য থেকে বেরনোর সুযোগ চাইছে, কোনো সংগঠন বিশৃঙ্খলা চাইছে, কিছু মিডিয়া টিআরপির দৌড়ে।

আর জি করের ঘটনা কুৎসিত। উদ্বেগ, আবেগ স্বাভাবিক। কিন্তু, যখন গ্রেপ্তারি, অন্যান্য প্রক্রিয়া চলছে তখন নৈরাজ্যসৃষ্টিকারীদের প্ররোচনায় অনশন অবাঞ্ছিত। ছেলেমেয়েগুলোকে ঘুঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছে। প্ররোচকরা চাইছে ওরা অসুস্থ হোক, নানারকম দৃশ্যের অবতারণা হোক, যাতে লোক খেপানোর নাটক করা যায়।তাই, আবার অনুরোধ, অনশন তোলা হোক। সবাই সুস্থ থাকুক।”