BRAKING NEWS

সন্ত্রাসকে কখনওই সমর্থন নয়, জানিয়ে দিলেন ফারুখ আব্দুল্লাহ

শ্রীনগর, ৯ অক্টোবর (হি.স.): আমরা কখনওই সন্ত্রাসবাদকে সমর্থন করিনি এবং করবও না। জানিয়ে দিলেন ন্যাশনাল কনফারেন্স-এর প্রধান ফারুখ আব্দুল্লাহ। পাশাপাশি ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেস সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্য প্রসঙ্গে ফারুখ আব্দুল্লাহ বলেছেন, “জম্মুতে কারা ঘৃণার জন্ম দিয়েছে, কংগ্রেস কি তা করেছে? স্বরাষ্ট্রমন্ত্রীও এসেছেন, প্রধানমন্ত্রীও এসেছেন, তাদের অনেক মন্ত্রী ঘৃণা তৈরি করতে এসেছেন… আমরা কখনও সন্ত্রাসবাদকে সমর্থন করিনি এবং কখনওই করব না।”জম্মু ও কাশ্মীর বিধানসভায় ৫ জন মনোনীত বিধায়কের বিষয়ে বুধবার ফারুখ আব্দুল্লাহ বলেছেন “ভারতের সংবিধানের অধীনে, এমনটা করা যায় না। ক্ষমতায় আসা সরকার বিধায়কদের মনোনীত করে। আমরা সুপ্রিম কোর্টের দরজায় কড়া নাড়ব এবং আমরা আশাবাদী যে সুপ্রিম কোর্ট সংবিধান অনুযায়ী আমাদের আবেদন শুনবে এবং আমাদের ন্যায়বিচার দেবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *