হিমাচল প্রদেশের চাম্বায় পুড়ে ছাই বনাঞ্চল, হতাহতের খবর নেই

চাম্বা, ৯ অক্টোবর (হি.স.): বুধবার সকালে হিমাচল প্রদেশের চাম্বার ভাজরাদু বাজার সংলগ্ন বনাঞ্চলে হঠাৎই আগুন লাগে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আগুনের ভয়াবহতা তীব্র থাকায় মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন। গ্রাস করে নেয় বনের একটা বড় অংশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল। দীর্ঘক্ষণ ধরে চলে আগুন নেভানোর কাজ।  কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি।