BRAKING NEWS

বডোল্যান্ডের পাঁচ জেলার ২১১২ জন অস্থায়ী শিক্ষকের হাতে স্থায়ী নিয়োগপত্ৰ প্ৰদান প্ৰমোদের

কোকরাঝাড় (অসম), ৯ অক্টোবর (হি.স.) : শারদীয় দুৰ্গোৎসবে আনন্দে ভাসছেন বডোল্যান্ডের একাংশ শিক্ষাগুরু। আজ বুধবার মহাষষ্ঠীর দিন বডোল্যান্ডের পাঁচ জেলার মোট ২,১১২ জন অস্থায়ী শিক্ষককে আনুষ্ঠানিকভাবে প্ৰদান করা হয়েছে স্থায়ী নিযোগপত্ৰ।

কোকরাঝাড়ের চান্দামারিতে অবস্থিত বডোফা সাংস্কৃতিক প্ৰকল্প-এর প্ৰেক্ষাগৃহে এক অনুষ্ঠানে লোয়ার প্রাইমার এবং আপার প্রাইমারি-র ২,১১২ জন কন্ট্ৰাকচুয়াল শিক্ষক-শিক্ষিকার হাতে স্থায়ী নিয়োপত্ৰ বিতরণ করেছেন বড়োল্যান্ড টেরিটরিয়াল কাউন্সিল (বিটিসি)-এর মুখ্য কার্যনির্বাহী সদস্য (সিইএম) প্ৰমোদ বড়ো।

এ উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে ভাষণ দিতে গিয়ে বিটিসি-প্ৰধান প্ৰমোদ বড়ো বলেন, বিটিআর-এর অস্থায়ী তথা কন্ট্রাকচুয়াল শিক্ষকদের কিছুটা সমস্যা আজ সমাধান হয়েছে। তিনি বড়োল্যান্ড টেরিটরিয়াল রিজিওন (বিটিআর)-এর সকল অংশের জনতাকে শারদীয় দুৰ্গোৎসবের শুভেচ্ছাও জানিয়েছেন।

স্থায়ী নিয়োগপত্ৰ বিতরণ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষিকা, বিশিষ্ট নাগরিকবৃন্দ সহ বিটিসি-র অধ্যক্ষ কাতিরাম বড়ো, বিটিসি-র কার্যনির্বাহী সকলগণ, বিধায়ক লরেনস ইসলারি, জিরন বসুমতারি।

দীৰ্ঘদিন ধরে কন্ট্ৰাকচুয়াল হিসেবে বিভিন্ন বিদ্যালয়ে কৰ্মরত শিক্ষক-শিক্ষিকারা আজ থেকে স্থায়ী শিক্ষাগুরুর নিয়োগপত্র হাতে পেয়ে বেজায় আনন্দিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *