BRAKING NEWS

অপেক্ষা আরও কয়েকমাস, ২০২৫-এর মে থেকেই ২৪ ঘণ্টা জল মিলবে শিমলায়

শিমলা, ৯ অক্টোবর (হি.স.): আর মাত্র কয়েকমাসের অপেক্ষা, আগামী বছরের মে মাস থেকেই ২৪ ঘণ্টা জল পরিষেবা মিলবে শিমলায়। শতদ্রু নদী (শতলুজ নদী) থেকে প্রতিদিন অতিরিক্ত ৬৭ মিলিয়ন লিটার (এমএলডি) জল পাবে শিমলা, যা হিমাচলের রাজধানী জলের সমস্যার অবসান ঘটাবে। এই মুহূর্তে দৈনিক ভিত্তিতে প্রায় ৪৬ মিলিয়ন লিটার (এমএলডি) জল পায় শিমলা, যার বেশিরভাগ গুম্মা, গিরি, চারিথ, চুরোট, কোটি ব্র্যান্ডি এবং সিওগ থেকে সরবরাহ করা হয়। শিমলা জল প্রবন্ধন নিগম লিমিটেড (এসজেপিএনএল)-এর ব্যবস্থাপনা পরিচালক বীরেন্দ্র ঠাকুর বলেছেন, শাকরোলি গ্রাম থেকে সানজাউলি পর্যন্ত জল পাম্প করার জন্য ২২ কিলোমিটার দীর্ঘ পাইপলাইন বসানো প্রায় সম্পূর্ণ হয়েছে এবং পাম্পিং স্টেশনে কাজ চলছে। আরও কিছু কাজ বাকি রয়েছে, যা শেষ হলে ২০২৫-এর মে থেকেই ২৪ ঘণ্টা জল মিলবে শিমলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *