নয়াদিল্লি, ৮ অক্টোবর (হি.স.): সম্পূর্ণ ফলাফল ঘোষণা না হলেও বিভিন্ন আসন থেকে যে খবর আসছে তাতে হরিয়ানায় আবারও সরকার গড়তে চলেছে বিজেপি। একাধিক আসনে ফলাফল ঘোষণা হতে দেখা যায় ভাল ফলাফল করছে গেরুয়া শিবির। আর সেই কারণে ইতিমধ্যেই উৎসবের মেজাজ দিল্লিতে বিজেপির সদর দফতরে। আতসবাজি ফাটিয়ে, ঢোল বাজিয়ে বিজেপির কর্মী সমর্থকেরা উল্লাস শুরু করে দিয়েছে।
হরিয়ানায় প্রথম দিকে পিছিয়ে ছিল বিজেপি। কিন্তু বেলা যত গড়ায় ততই ব্যাকফুটে চলে যেতে থাকে কংগ্রেস। কৃষি বিল ইস্যু, মহিলাদের টাকা দেওয়ার ঘোষণা, যুব সমাজকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি, কোনওকিছুতে মানুষের ভরসা ফিরল না কংগ্রেসের ওপর। আবারও হরিয়ানার মানুষ ভরসা রাখতে চলেছে বিজেপির ওপর। কার্যত একক সংখ্যাগরিষ্ঠতার সম্ভাবনা রয়েছে বিজেপির।