দুর্গোৎসব উপলক্ষ্যে মায়েদের হাতে বস্ত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ অক্টোবর: মুখ্যমন্ত্রী নির্বাচনী এলাকা বড়দোয়ালী এবং মেয়র দীপক কুমার মজুমদারের নির্বাচনী এলাকা বর্ডার গোলচক্কর সহ পার্শ্ববর্তী এলাকা গুলিতে পূজা উপলক্ষে দুস্তদের মধ্যে মঙ্গলবার বস্ত্র বিতরণ করা হয়। আসন্ন দুর্গোৎসবকে সামনে রেখে মায়েদের মুখে হাসি ফোটাতে প্রতিটি বিধানসভা এলাকায় বস্ত্র তুলে দেওয়া হচ্ছে মায়েদের হাতে। আজ মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ওনার নিজ এলাকা বড়দোয়ালী কেন্দ্রে মায়েদের হাতে বস্ত্র তুলে দেন।

পাশাপাশি রামনগর কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার বর্ডার গোলচক্কর এলাকায় মায়েদের হাতে বস্ত্র তুলে দেন। উল্লেখ্য এক বছর বন্যায় মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আর্থিক অসঙ্গতির কারণে অনেকেই পূজার কাপড়চোপড় কিনতে পারছেন না। সে কথা মাথায় রেখেই অগ্রাধিকারের ভিত্তিতে বস্ত্র বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং মেয়র দীপক কুমার মজুমদার বিভিন্ন ক্লাব স্বেচ্ছাসেবী সংগঠন এবং পূজা উদ্যোক্তাদের খরচ বাঁচিয়ে দুস্থদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।