রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত ভবঘুরে মহিলার পুঁটুলিতে দেড় লক্ষ টাকা উদ্ধার

উত্তর ২৪ পরগনা, ৬ অক্টোবর (হি.স.): রাস্তার মধ্যে পড়ে থাকা এক ভবঘুরে বৃদ্ধার ময়লা পুঁটুলি থেকে উদ্ধার হয়েছে দেড় লক্ষেরও বেশি টাকা।

শনিবার গভীর রাতে দেগঙ্গার কালিয়ানি এলাকায় টাকি রোডের ধারে ঝোপের মধ্যে এক ভবঘুরে বৃদ্ধাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান পথচালিত মানুষেরা। খবর দেওয়া হয় দেগঙ্গা থানায়। পুলিশ তাঁকে উদ্ধার করে বিশ্বনাথপুর গ্ৰামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁর কাছ থেকে উদ্ধার করেন গোছা গোছা  ১০০, ২০০, ৫০০ টাকার নোট।

উদ্ধার হয় নগদ ১ লক্ষ ৫৬ হাজার টাকা। তাঁর কাছে এত টাকা দেখে চক্ষু চড়কগাছ পুলিশ ও স্থানীয়দের। পুলিশ টাকাগুলি উদ্ধার করেছে। বৃদ্ধাকে ভর্তি করা হয়েছে বারাসত জেলা হাসপাতালে।