ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। প্রথম ম্যাচ দুর্দান্ত জয় পেয়েছে ত্রিপুরা দল। তেলেঙ্গানায় আয়োজিত জাতীয় হ্যান্ডবল প্রতিযোগিতায় ত্রিপুরা দল আয়োজক তেলঙ্গানার সঙ্গে শুক্রবারে প্রথম ম্যাচ হয়। এতে ত্রিপুরা ২৮-২৭ গোলে তেলেঙ্গানাকে পরাজিত করে দুর্দান্ত জয়ের স্বাদ পেয়েছে। পরবর্তী খেলায় ত্রিপুরা ২৮-২৩ গোলে গুজরাটকেও পরাজিত করেছে। জয়ের সুবাদে ত্রিপুরা প্রি-কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়েছে। শনিবার বিকেল চারটায় কোয়ার্টার ফাইনাল ম্যাচে ত্রিপুরা ২৪-১২ গোলে উত্তরাখণ্ডকে পরাজিত করে কোয়ার্টার ফাইনাল খেলার ছাড়পত্র ছিনিয়ে নিয়েছে। এতে ত্রিপুরার প্লেয়ার এবং ত্রিপুরা হ্যান্ডবল এসোসিয়েশন খুবই আনন্দিত। সংস্থার পক্ষ থেকে খেলোয়ারদের শুভেচ্ছা জানানো হয়েছে।
2024-10-05