BRAKING NEWS

জাতীয়স্তরে সুযোগ পাওয়া টি টি খেলোয়াড়দের সংবর্ধনা 

ক্রীড়া প্রতিনিধি, চড়িলাম। চড়িলামের সাতজন টেবিল টেনিস খেলোয়াড় জাতীয় স্তরে খেলার সুযোগ পেয়েছে। রাজ্যভিত্তিক স্কুল স্পোর্টস বোর্ডের টেবিল টেনিস থেকে জাতীয় স্তরে নির্বাচিত হয় চড়িলামের সাতজন টেবিল টেনিস খেলোয়াড়। অনূর্ধ্ব ১৭ তে বালিকা তিনজন ও বালক দুইজন জাতীয় স্তরে খেলার জন্য যাবে গোয়া দমনদিওতে। এছাড়া অনূর্ধ্ব ১৪ তে বালক একজন ও বালিকা একজন তারাও যাবে গুজরাটে খেলতে। জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়া খেলোয়াড়রা হলেন সুপ্রিয়া নমঃ, সমরজিৎ দে, দেবজিত  নমঃ, দেবজিৎ আচার্য্য, সৌম্যশ্রী দত্ত, নিকিতা দাস এবং শর্মিষ্ঠা দাস।এই সাতজন টেবিল টেনিস খেলোয়ারকে জাতীয় স্তরে খেলার জন্য নির্বাচিত হওয়ায় তাদেরকে সংবর্ধনা জানালেন রাজ্যের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী তথা তেলেঙ্গানা রাজ্যের রাজ্যপাল জিষ্ণু দেববর্মন। শনিবার বিকেলে ভারতরত্ন অটল বিহারি বাজপেয়ি চড়িলাম দ্বাদশ  বিদ্যাজ্যোতি স্কুলের দ্বিতল ভবনে এই সাত জন খেলোয়াড়কে পুষ্পস্তবক ও রিশা দিয়ে সংবর্ধনা জানান তেলেঙ্গানা রাজ্যের রাজ্যপাল জিষ্ণু দেববর্মণ। খেলাধুলার মাধ্যমে ভবিষ্যৎ গড়ার জন্য এই সাত জন খেলোয়ারকে সংবর্ধনার পাশাপাশি আশীর্বাদ করেন রাজ্যপাল জিষ্ণু দেববর্মন। রাজ্যপালের হাত থেকে সংবর্ধনা পেয়ে ভীষণ খুশি টেবিল টেনিস খেলোয়াড়রা।

ReplyReply allForwardYou can’t react with an emoji to this message

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *