আগরতলা, ৩ অক্টোবর: নেশা মুক্ত ত্রিপুরা গঠনে প্রতিনিয়ত অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ। এই অক্লান্ত প্রচেষ্টার জন্য খোয়াই পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।
আজ সামাজিক মাধ্যমে তিনি বলেন, আজ মুঙ্গিয়াকামী থানার পুলিশ একটি গাড়িতে তল্লাশি চালিয়ে ৯৭৭৫ টি ফেনসিডিল এবং এসকফ বোতল বাজেয়াপ্ত করে। সাথে চালক ও সহ-চালককে গ্রেপ্তার করে। আরেকটি অভিযানে, খোয়াই পুলিশ চেরমা নাকা পয়েন্টে একটি গাড়ি আটক করে প্রায় ৫০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে। দুই থানায় মামলা নথিভুক্ত করা হয়েছে।