আগরতলা, ৩ অক্টোবর: গোপন সংবাদের ভিত্তিতে সোনামুড়া থানা জিআরপি এবং বিএসএফের যৌথ অভিযানে এক ভারতীয় টাউটকে গ্রেফতার করা হয়েছে। সে পূর্বের একটি মামলার সাথে জড়িত রয়েছে বলে জানান জিআরপি থানার ওসি তাপস দাস।
ওসি তাপস দাস বলেন, আজ ভোরবেলায় মতি নগর গিলামুড়া থেকে বিএসএফ এবং সোনামুড়া থানার সহযোগিতায় এক ভারতীয় টাউটকে আটক করা সম্ভব হয়েছে। সে মতিনগর গিলামুড়ার বাসিন্দা নাজমুল হোসেন ( ১৯ )। তাঁকে পুলিশ রিমান্ড এনে ওই এলাকা থেকে আরো মানব পাচার কারী ধরা পরবে বলে অনুমান করা হচ্ছে বলে জানান তিনি।