নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ অক্টোবর: বৃহস্পতিবার বিভিন্ন দাবিতে জেআরবিটি বোর্ডে ডেপুটেশন প্রদান করে দিব্যাঙ্গ চাকুরী প্রার্থীরা। দিব্যাঙ্গচাকুরী প্রার্থীদের গ্রুপ ডি পদে মেরিট লিস্ট প্রকাশ করা , কাট অফ মার্কস কত ছিল তা জানানোর দাবিতে জেআরবিটি বোর্ডে ডেপুটেশন প্রদান করা হয়েছে।
তাদের দাবি গুলি হল, গ্রুপ ডি পদে যে মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছে তার পাশাপাশি অপেক্ষামান তালিকাও প্রকাশ করতে হবে। দিব্যাঙ্গজনদের মেধা তালিকায় নির্বাচনে কাট অফ মার্কস কত ছিল তা জানাতে হবে। গ্রুপ সি ও গ্রুপ ডি পদে ৬৩ টি দিব্যংজনদের জন্য শূন্য পদ লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের থেকে নিয়োগ করতে হবে। মৌখিক পরীক্ষায় প্রতিটি প্রশ্নের মান কত ছিল জানাতে হবে।